Monday, May 30, 2016

বিষয়ঃ শিল্প আলোচনা

প্রিয় পাঠক/ব্লগার,

বাই-এর দ্বিতীয় শিল্প আলোচনা সভা

পোস্টার
পোস্টার


দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর বাই (বেঙ্গল আর্ট ইনিশিয়েটিভ) আবার একটি শিল্প আলোচনা সভার আয়োজন করতে চলেছে চারুকলা ভবনের অবনীন্দ্র সভাগৃহে এই মাসের ১৮ তারিখে। গতবছর ঠিক এই শীতের মুখে বাই-এর সদস্যরা তাঁদের প্রথম আলোচনা সভাটি বসিয়েছিলেন এই সভাগৃহে। আগামী ১৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ৫-৩০ থেকে রাত ৯ টা অবধি চলবে এই সভা এবং এটি তাঁদের দ্বিতীয় অনুষ্ঠান। এই আলোচনা সভায় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন শিল্পী পার্থ দাশগুপ্ত যিনি সিরামিক মাধ্যমের একজন দক্ষ শিল্পী হিসাবে শিল্প রচনা করে থাকেন ইতিমধ্যেই নাম করেছেন এবং শিল্প ও উৎসবের মেলবন্ধনে শারদ উৎসবের মন্ডপ নির্মানে বিরাট সাড়া ফেলে দিয়েছেন। পার্থ তাঁর সৃষ্ট সিরামিক শিল্প নিয়ে কথা বলবেন। অপরজন শিল্পী ও শিল্প আলোচক তপন ভট্টাচার্য যিনি দীর্ঘদিন ধরে একটি ভিন্ন ধারায় ভারত, বাংলা ও দেশী বিদেশী শিল্পকলার গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে প্রাসঙ্গিক আলোচনা করে আসছেন এবং বর্তমানে তিনি বিভিন্ন জায়গা থেকে সেমিনারে ডাকও পাচ্ছেন শিল্পকলা নিয়ে বক্তৃতা করার জন্য। এছাড়া তিনি আবার একই সঙ্গে একজন শিল্পীও বটে, ছবি আঁকেন গ্যালারীতে শো করেন। তপন ভট্টাচার্য সমকালীন শিল্পকলা ও তার সমস্যা নিয়ে কথা বলবেন যদিও উভয় বক্তাই সমকালীন শিল্পকলার বিভিন্ন দিক নিয়ে আলোচনায় ব্যাপৃত থাকবেন। এই আলোচনার সঞ্চালক বা মডারেটার হিসাবে উপস্থিত থাকবেন অধ্যাপক সুনন্দকুমার সান্যাল যিনি বোস্টন আর্ট ইনিস্টিটিউট-এ ক্রিটিকাল আর্ট হিস্ট্রি নিয়ে অধ্যাপনা করেন। এই অধ্যাপকই গতবছর বাই-এর আর্ট টক শো-তে সমকালীন পৃথিবীর ঠিক পশ্চিমী নন এমন কয়েকজন শিল্পীর অতি আধুনিক শিল্পনির্মান নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা করেছিলেন। আলোচনার শুরুতে বাই-এর পক্ষ থেকে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন পাঠের পর মূল অনুষ্ঠান শুরু হবে। বাংলাব্লগ বাই-এর সহযোগী হিসাবে সমস্ত প্রচারের দায়িত্ব নিয়েছে তাই এই অনুষ্ঠানের একটি প্রতিবেদন আগামীদিনে প্রকাশ করবে। আমরা বাংলাব্লগের পক্ষ থেকে সমস্ত পাঠক/ব্লগার/শ্রোতাদের কাছে আবেদন করছি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ!

–বাংলাব্লগ টিম
Posted in শিল্প, সংবাদ | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | মন্তব্য দিন

No comments :

Post a Comment