Thursday, June 2, 2016

বিষয়ঃ শিল্প আলোচনা (২)

বিষয়ঃ শিল্প আলোচনা
প্রিয় পাঠক/ব্লগার,

বাই আয়োজিত দ্বিতীয় শিল্প আলোচনা সভায় ব্যাপক ভীড়

গত ১৮ ডিসেম্বর ২০১৫ কলকাতার চারুকলা ভবনের একতলায় অবস্থিত অবনীন্দ্র সভাগৃহে বেঙ্গল আর্ট আয়োজিত দ্বিতীয় শিল্প আলোচনা সভায় তাৎপর্যপূর্ণ ভাবে ব্যাপক ভীড় হয়। বাই-এর সদস্যরা ভাবতেই পারেন নি যে গতবারের তুলনায় এবারে এত ভীড় হবে। সাধারণতঃ এই সভাঘরে এই ধরণের আলোচনা সভায় ২৫-৩০ জনের বেশী লোক হয় না। সম্ভবতঃ আলোচনা সভার গুরুত্ব বুঝে তরুণ ও বয়ষ্ক উভয় প্রজন্মের স্রোতারা এবার উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। এমন কি একজন বিদেশী মহিলাও উপস্থিত ছিলেন এই সভায়, মনে হয় তিনি বাংলাভাষা বোঝেন। দুটি পর্বে বিভক্ত আলোচনা সভায় অত্যন্ত আগ্রহ নিয়ে শেষ পর্যন্ত সকলেই উপস্থিত ছিলেন, এমন কি দ্বিতীয় পর্বেও অনেককেই সভাঘরে প্রবেশ করতে দেখা গেছে। কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই মাঝের বিরতিতে টোকেন হাতে নিয়ে কিউ-এ দাঁড়িয়ে চা এবং সিঙ্গাড়া নিয়েছেন স্রোতা-দর্শকদের সবাই। বাই-এর সদস্যদের মতে এটা একটা নজরকাড়া বিষয়। আলোচনা সভার সাফল্য বাই সদস্যদের যথেষ্ট অনুপ্রাণীত করেছে এবং তাঁদের পরিশ্রম সার্থক হয়েছে।  বক্তাদের নজরকাড়া ভাষণ এবং সঞ্চালকের সুদক্ষ পরিচালনায় প্রশ্নোত্তর পর্বে স্রোতা-দর্শকদের প্রশ্ন উত্থাপন করার সুযোগ থাকায় সভা খুবই প্রাণবন্ত ছিল। আমরা বাংলাব্লগের পক্ষ থেকে বাই-এর সদস্যদের তোলা কিছু ছবি এখানে উপস্থিত করছি। পরবর্তী রিপোর্টে বাংলাব্লগ প্রতিনিধির লেখায় সভার আলোচিত বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকবে। বাই-এর সহযোগী বা এ্যাসোসিয়েট হিসাবে প্রচারের দায়িত্বে থাকা বাংলাব্লগ পরপর অনেকগুলি রিপোর্ট প্রকাশ করবে। আপনারা সঙ্গে থাকুন। ধন্যবাদ।
বাঁ দিক থেকে - সুনন্দ কুমার সান্যাল, পার্থ দাশগুপ্ত এবং তপন ভট্টাচার্য
অনুষ্ঠান শুরু হবার আগে
তিন জন বক্তা
দর্শক-শ্রোতারা
দর্শক-শ্রোতারা
দর্শক-শ্রোতারা
সুনন্দ ও বাই সম্পাদক নবকুমার
তপন ভট্টাচার্য
নবকুমার বাই-এর তরফে লেখা পাঠ করছেন
সুনন্দ এবং পার্থ বক্তব্য রাখছেন
দর্শক-শ্রোতা
সুনন্দ বক্তব্য রাখছেন
বাই সদস্য
বক্তারা
মাঝের বিরতিতে চা পান
মাঝের বিরতিতে শ্রোতাদের চা পান
মাঝের বিরতিতে শ্রোতাদের চা পান ও আলোচনা
বক্তারা মগ্ন আলোচনায়
মাঝের বিরতিতে শ্রোতাদের চা পানের জন্য কিউ-তে অপেক্ষা
গল্পগুজব ও চা সিঙ্গাড়া
হলের মধ্যে বাই-সদস্যরা
মাঝের বিরতিতে লম্বা কিউ
সুনন্দ ভাষণ দিচ্ছেন
শ্রোতারা অনূষ্ঠানে মগ্ন
পার্থ ও তপন, মাঝখানে একজন শ্রোতা
বক্তাদের মগ্নতা
বক্তাদের মগ্নতা
বক্তাদের মগ্নতা
শ্রোতাদের মগ্নতা
শ্রোতাদের মগ্নতা
মাঝের বিরতিতে
বাই সদস্যরা
শ্রোতারা
শ্রোতারা এবং বাই-সদস্য
শ্রোতারা এবং বাই-সদস্য
শ্রোতারা এবং বাই-সদস্য
শ্রোতারা এবং বাই-সদস্যরা
বক্তারা
বিদেশীনি শ্রোতা ও ভিডিও সঞ্চালক
হলে বাই-সদস্যরা
হলে বাই-সদস্যরা
দর্শক ও বাই সদস্যরা আলোচনায়

ফটোগ্রাফিঃ নবকুমার চক্রবর্তী, সুমিত চৌধুরী, সুদীপ রক্ষিত।

–বাংলাব্লগ টিম
Posted in শিল্প, সংবাদ | মন্তব্য দিন

No comments :

Post a Comment